কাঁচের গল্প

খুব তো কাঁচের গল্প বলো
মধ্যরাতে চেয়ে থাকো চাঁদের পানে
টোকা দিয়ে দেখেছো কি কাঁচের গায়ে?
টোকা দিলে কেমন করে কাঁচ ভেঙ্গে হয় গুঁড়ো গুঁড়ো
ছড়িয়ে পড়ে এদিক সেদিক সবখানে?
ভাঙ্গা কাঁচে চাঁদগুলো হয় এলো মেলো
একটি মুখ–অনেক মুখের গল্প যেনো।

খুব তো কাঁচের গল্প বলো
কাঁচ কি তবে গল্পকার–নতুন করে গল্প গড়ে ?
একটি গল্প ভেঙ্গে চুড়ে লক্ষ হাজার গল্প গড়ে
এই পৃথিবী কাঁচের হলেই ভালো হতো
মনের মতো দুঃখ পেয়ে মহুর্মুহু ভেঙ্গে যেতো।

মনের মাঝে কাঁচের দেয়াল খুব প্রয়োজন
কিছু না হোক ভেঙ্গে গেলে শব্দ হবে ঝনঝনাঝন।
চাঁদনী রাতের আবছা আলোয় নতুন গল্প শুনবো না হয়।
পাশে বসে একটুখানি সময় দিয়ো–সময় দিয়ো।

সারাজীবন রয়েই গেলাম অনুবাদহীন
একটু যদি পারো আমায় লাইনে এনো
বোহেমিয়ান থাকতে যদিও ভীষণ লাগে
তুমি তবুও মানিয়ে নিয়ো–মানিয়ে নিয়ো।
অনুরাগে অভিমানে আপন করে কাছে নিয়ো
পাশে বসে একটুখানি সময় দিয়ো–সময় দিয়ো।

3 thoughts on “কাঁচের গল্প

  1. লিখাটি আমার ভীষণ পছন্দ হয়েছে প্রিয় কবি। আপনি আসলেই দারুণ লিখেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অসাধারণ হয়েছে লিখাটি রিয়েল ভাই। আরও আরও লিখা চাই। ভালো কথা নিজের লিখা ছাড়া অন্যের লিখা আপনি কি পড়েন না। আমরা তো চাই পারস্পরিক মত বিনিময়ে সুন্দর একটি সাহিত্য প্লাটফরম। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।