চুলের সৌন্দর্যে গ্রিন টি

চুলের সৌন্দর্যে গ্রিন টি

গ্রিন টির লিকার দিয়ে প্রতিদিন চুল ধুয়ে নিন। দ্রুত লম্বা হবে চুল। এছাড়া চুল পড়ে যাওয়া ও চুল ভেঙে যাওয়ার সমস্যা থেকেও মুক্তি দেয় গ্রিন টি।

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন :
গরম পানিতে তিনটি গ্রিন টি ব্যাগ ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। ঠাণ্ডা হলে কয়েক ফোঁটা পেপারমিন্ট অয়েল মিশিয়ে নিন। এটি না মেশালেও চলবে। চুল শ্যাম্পু করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। একদম শেষে গ্রিন টির মিশ্রণ দিয়ে চুল ধুয়ে মুছে নিন। প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন চুল। নিয়মিত ব্যবহারে চুলের বৃদ্ধি দ্রুত হবে।
কেন ব্যবহার করবেন গ্রিন টি?

প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় গ্রিন টি থেকে। এটি চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল করে ঝলমলে ও মজবুত। চুল পড়া কমায় গ্রিন টি। এতে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করে।

______________
তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

5 thoughts on “চুলের সৌন্দর্যে গ্রিন টি

  1. শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুরাইয়া নাজনীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার লেখাটা পরে খুবই রাগ করলাম। দশ বছর আগে লিখলে কি হতো লেখাটা ? সব চুল পরে টাক হয়ে যাচ্ছে মাথা এখন এই লেখাটি দিয়েতো আফসোস বাড়িয়ে দিলেন (জাস্ট কিডিং)। তবুও অনেক ধন্যবাদ ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।