স্বপ্ন শুক্রাণু

সকালের বিছানায় হাজার শুক্রাণুর বিচরণ
স্বপ্ন আর সত্যের বিভিদের কারণেই
তবুও তাতে পাপের ভাগ শূণ্য বলেই ধরা যায়,
গভীর রাতে দূরুত্ব বিঘত বিঘত মেপে
গোলাপী কোন ব্রা’র হুক স্পর্শ করা পর্যন্ত অপেক্ষার দরকার নেই
এমনিতেই পৃথিবী ভরে গেছে মনুষ্যহীন
অকাল পক্ক হিংশ্র অমানবিকতায়…
শুধু স্বপ্ন -অপ্সরীকে স্পর্শ করুক
তাতে শুক্রানুর চুইয়ে নির্গত হওয়ায়
নিশ্চই আর কোন পাপী জন্মাবেনা
কন্ট্রাক আর নির্ভরতার নামে শহুরে জনপদে
যেভাবে খোলা মিলন বাড়ছে
তাতে যদি শিশু নামক পবিত্র কিছু গর্ভে আসে
তা ধ্বংস করতেও এক শ্রেণী মনে করে
“এ তো শুধু পেশা অথবা দায় মুক্তি”
অথচ নগন্য পাপ থেকেই পৃথিবীটাকে অস্থির করে তোলার জন্য
এই শ্রেণীর অসভ্য জীবনবোধকেই
দায়ীর শীর্ষে রাখবো আমি….

3 thoughts on “স্বপ্ন শুক্রাণু

  1. সুন্দর একটি কবিতা পড়লাম কবি সাঈদ ভাই। শুভেচ্ছা জানবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।