👏👏👏বেআইনি অস্ত্র👏👏👏
আছে দুটি বেআইনি অস্ত্র আমার।
বারুদের নয়, লোহার নয়, ব্রোঞ্জের নয়, নয় যে
তামার।।
নেই কোন লাইসেন্স তার।
সকল মানুষের কাছে হয় পারাপার।।
আছে যে প্রাণ তার সে নয় কোন যন্ত্রাশী।
কখনো হতে চায়না সে সন্ত্রাসী।।
যদিও সে সন্ত্রাসের মুল হাতিয়ার।
সে অস্ত্র ছাড়া মানুষের নেই কোন গতি আর।।
তার কোন লাইসেন্সের বাধা ধরা।
প্রচণ্ড শক্তিশালী সে, নয়কো জীর্ণ জরা।।
সুখে-দুঃখে, হাসি-কান্নায় চলে বেআইনি অস্ত্র।
সর্ব কালে, সর্ব মূহূর্তে জোগাড় করে অন্নবস্ত্র।।
যার থাকে অস্ত্র দুটি তার কখনো সুখ কখনো কষ্ট।
যার থাকেনা একটিও তার সারাজীবনটায় নষ্ট।
খুব সুন্দর কবিতা হয়েছে কালাম ভাই। কবিতায় পাঁচ তারা উপহার দিয়ে গেলাম।



শুভকামনা করি!
যার থাকে অস্ত্র দুটি তার কখনো সুখ কখনো কষ্ট।
যার থাকেনা একটিও তার সারাজীবনটায় নষ্ট।
অভিনন্দন কবি কালাম দা।
মুগ্ধ হলাম!