পাথর চাপা বুক
তোর শহরে- চাঁদ ছুঁয়েছে
এ অমাবস্যা গাঁও গ্রামে-
বামন প্রদীপ- তুই রে বন্ধু!
শাপলা পদ্ম জলে ভাসে;
ভাসে আর কতকিছু রে বন্ধু
তোর মলিন করা রঙিন মুখ।
কয়ের বিলে ছিল রে বন্ধু
বক শালিক মাছরাঙার মাঠ
মরুভূমি হয়ে গেলো আজ-
নিশিরাতে আনবে বুঝি স্মৃতি
রাঙা নাচ রে স্মৃতি রাঙা নাচ!
এ নাচের সুখ রে বন্ধু বুঝবি
না রে-বোবা পাথরে চাপা বুক-
কত কথাছিল সবটুকু আঁধার
করে- চাঁদ ছুইতে চলে গেলি-
কিছু না বলে-কি পেলি রে সুখ।
সুন্দর কবিতা। বেশ লম্বা বিরতির পর আপনার কবিতা পড়লাম কবি মি. সরকার।
অভিনন্দন কবিবাবু। কোথায় ছিলেন?
বাহ্ কবি লিটন ভাই। আপনাকে মিস করেছি।