পাথর চাপা বুক

পাথর চাপা বুক

তোর শহরে- চাঁদ ছুঁয়েছে
এ অমাবস্যা গাঁও গ্রামে-
বামন প্রদীপ- তুই রে বন্ধু!
শাপলা পদ্ম জলে ভাসে;
ভাসে আর কতকিছু রে বন্ধু
তোর মলিন করা রঙিন মুখ।

কয়ের বিলে ছিল রে বন্ধু
বক শালিক মাছরাঙার মাঠ
মরুভূমি হয়ে গেলো আজ-
নিশিরাতে আনবে বুঝি স্মৃতি
রাঙা নাচ রে স্মৃতি রাঙা নাচ!

এ নাচের সুখ রে বন্ধু বুঝবি
না রে-বোবা পাথরে চাপা বুক-
কত কথাছিল সবটুকু আঁধার
করে- চাঁদ ছুইতে চলে গেলি-
কিছু না বলে-কি পেলি রে সুখ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “পাথর চাপা বুক

  1. সুন্দর কবিতা। বেশ লম্বা বিরতির পর আপনার কবিতা পড়লাম কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।