আমার ভোট আমি দিবো
সামনে জাতীয় নির্বাচন,
৩০ ডিসেম্বর হবে ভোট।
কেউ করেছে ঐক্যফ্রন্ট,
কেউ বেঁধেছে মহাজোট।
মাঠে নেমেছে নেতার দল,
কেউ যাচ্ছে দুয়ারে দুয়ারে।
কেউ করছে মিটিং মিছিল,
পথে-ঘাটে আর হাট-বাজারে।
দিচ্ছে হাক-ডাক দলীয় শ্লোগান,
সামাজিক সাইট ফেসবুক টুইটারে।
টাইমলাইনে পোস্টার, দিচ্ছে স্ট্যাটাস,
কেউ প্রতীক নিয়ে নেমেছে প্রচারে।
শোনাচ্ছে কতো আশার বানী,
দিচ্ছে প্রতিশ্রুতি আশা-ভরসা।
বিজয়ী হলে থাকবে পাশে,
হবে না কারোর আশা নিরাশা।
বুঝে নিও ভাই- বন্ধু যতো,
ভোটের আগে জনতন্ত্র গণতন্ত্র।
বিজয়ী হবার যতো তন্ত্র-মন্ত্র,
জিতে গেলে দেখাবে জাদুমন্ত্র।
শুনবো না আমরা আশার বানী,
যে-ই-বা দেখাক যতো তন্ত্র-মন্ত্র।
বেছে নিবো আমরা যোগ্য ব্যক্তি,
যে পারবে দিতে বাসস্থান,অন্ন-বস্ত্র।
আমার ভোট আমি দিবো,
পরের কথা কেন শুনবো?
বুঝে শুনে ভোট দিবো,
স্বপ্নের সোনার বাংলা গড়বো।
শুনবো না আমরা আশার বানী,
যে-ই-বা দেখাক যতো তন্ত্র-মন্ত্র।
বেছে নিবো আমরা যোগ্য ব্যক্তি,
যে পারবে দিতে বাসস্থান, অন্ন-বস্ত্র।
২০১৪ তে ভোট দিতে পারিনি। এবারের নির্বাচনের ভোটে নিশ্চয়ই ভোট দেবো। এবং এবং এবং আমার ভোট আমি দিবো। এর অন্যথা হবে না।
নিশ্চয় দাদা। আমার ভোট আমাকেই তো দিতে হবে। অন্যকে দিতে দেয়া যাবে না।