আমার ভোট আমি দিবো

আমার ভোট আমি দিবো

সামনে জাতীয় নির্বাচন,
৩০ ডিসেম্বর হবে ভোট।
কেউ করেছে ঐক্যফ্রন্ট,
কেউ বেঁধেছে মহাজোট।

মাঠে নেমেছে নেতার দল,
কেউ যাচ্ছে দুয়ারে দুয়ারে।
কেউ করছে মিটিং মিছিল,
পথে-ঘাটে আর হাট-বাজারে।

দিচ্ছে হাক-ডাক দলীয় শ্লোগান,
সামাজিক সাইট ফেসবুক টুইটারে।
টাইমলাইনে পোস্টার, দিচ্ছে স্ট্যাটাস,
কেউ প্রতীক নিয়ে নেমেছে প্রচারে।

শোনাচ্ছে কতো আশার বানী,
দিচ্ছে প্রতিশ্রুতি আশা-ভরসা।
বিজয়ী হলে থাকবে পাশে,
হবে না কারোর আশা নিরাশা।

বুঝে নিও ভাই- বন্ধু যতো,
ভোটের আগে জনতন্ত্র গণতন্ত্র।
বিজয়ী হবার যতো তন্ত্র-মন্ত্র,
জিতে গেলে দেখাবে জাদুমন্ত্র।

শুনবো না আমরা আশার বানী,
যে-ই-বা দেখাক যতো তন্ত্র-মন্ত্র।
বেছে নিবো আমরা যোগ্য ব্যক্তি,
যে পারবে দিতে বাসস্থান,অন্ন-বস্ত্র।

আমার ভোট আমি দিবো,
পরের কথা কেন শুনবো?
বুঝে শুনে ভোট দিবো,
স্বপ্নের সোনার বাংলা গড়বো।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

3 thoughts on “আমার ভোট আমি দিবো

  1. শুনবো না আমরা আশার বানী,
    যে-ই-বা দেখাক যতো তন্ত্র-মন্ত্র।
    বেছে নিবো আমরা যোগ্য ব্যক্তি,
    যে পারবে দিতে বাসস্থান, অন্ন-বস্ত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ২০১৪ তে ভোট দিতে পারিনি। এবারের নির্বাচনের ভোটে নিশ্চয়ই ভোট দেবো।  এবং এবং এবং আমার ভোট আমি দিবো। এর অন্যথা হবে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. নিশ্চয় দাদা। আমার ভোট আমাকেই তো দিতে হবে। অন্যকে দিতে দেয়া যাবে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।