মনের ভেতর নদী
মনের ভেতর নদী
মনের ঠাঁই অতল
আমি বয়ে যাই, ডুবে যাই
মনে ভালোবাসার চলাচল
চোখের ভেতর জল
চোখ বায় জল
আমি ভেসে যাই, ডুবে যাই
আর নোনা জল চলাচল
মনের ভেতর তুই, জলের ভেতর জল
চল চোখ, সাগর চল
আমি বয়ে যাই আর ডুবে যাই তোতে
বল, একটিবার ভালোবাসি বল
মনের ভেতর তুই, জলের ভেতর জল
চল চোখ, সাগর চল
আমি বয়ে যাই আর ডুবে যাই তোতে
বল, একটিবার ভালোবাসি বল
বরাবরের মতো নন্দিত সুন্দর যাযাবর দা।
মনের ভেতর নদী কবিতা এবং প্রচ্ছদে অসাধারণ কম্বিনেশন যাযাবর ভাই।
আমি ভেসে যাই, ডুবে যাই
আর নোনা জল চলাচল
যাযাবর জীবন,
মনের ভেতর নদীর উচ্ছল জল, স্রোতে ভিজলাম যেন কবিতা পড়ে ।ভালো লাগা অনেক কবিতায় ।