অমিত যাতনা
যে লহমায়
নিবিষ্ট আমার সমগ্র জীবন
যে হাসিতে নিরাময় ব্যাধি
যেই রমণীর চোখের জলে –
বুকে নামে বাণ,
উথাল পাতাল…
যার একটি চুম্বনে বেঁচে রই আমি
প্রাণান্ত প্রেমে…অনন্ত কাল ;
তারে আমি দিইনি কিছুই! …
এক চোখে রেখেছি হিজল
অন্য চোখে তমাল!
এক ধ্যানে ঘুমাক পিয়াসুর মন
অন্তরীপে উঠে ঝড়- অন্য যাতনে
পোড়ে মন…হাল – বেহাল!
এক ধ্যানে ঘুমাক পিয়াসুর মন
অন্তরীপে উঠে ঝড়- অন্য যাতনে
পোড়ে মন…হাল – বেহাল! ___ চমৎকার প্রিয় স্যার।
ওয়াও কবি দা। তাজমহল আর কুয়াশাবৃত নারী প্রতিকৃতি। ওয়াও !!!!
বিমুগ্ধতা কবি দাউদ ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়…
* বেশ সুন্দর প্রকাশ…
ভালো লাগছে আপনার উপস্থিতি
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই …