কেউ বলে – ভূত নেই- ধুৎ ধুৎ আজ-
ভয় পাওয়া নয় মোটে শোভনীয় কাজ।
শুধু শুনে ভয় বুনে চলে মনে যারা-
হয় খল, দূর্বল- নয় ভীরু তারা।
কেউ বলে ভূত আছে- খুঁতখুঁত রাখো-
ক্ষমা পাবে অমারাতে যদি রাম ডাকো।
শবগুলো ভূত সব – রাত্তিরে ঘোরে-
একা পেলে দেখা দেয় নানারূপ ধরে।
ভূত আছে – ভূত নেই – এই নিয়ে ভারি-
দুইদলে শুধু চলে তক্ক ও আড়ি।
ভয়টুকু নয় মিছে- মনে থাকে বসে।
জুৎ পেলে ভূত সেজে বের হয় গো সে।
ইন্টারেস্টিং ছড়া পদ্য। শুভ সকাল মি. শংকর দেবনাথ।
ধন্যবাদ দাদা
ধন্যবাদ
স্বতন্ত্র ধারার এমন ছড়া পদ্য সব সময়ই ভালো লাগে দাদা ভাই।
দারুণ।
* চমৎকার!!!
দারুন দারুন, মুগ্ধ হতে হবে