স্বপ্ন দেখা, যুদ্ধ করা

পলাশীর আম বাগানের স্বপ্ন ভাংগা,
শত বছর পরে হলেও মানুষ আবার,
স্বপ্ন বাঁধে, বুক বাঁধে,
স্বপ্ন বেঁধে যুদ্ধ করে।

হেরে যাওয়ার কষ্ট বুকে নিয়ে
জন্ম নেওয়া হাজার ছেলে,
জন্ম নেয় ঘরে ঘরে,
শপথ নিলো অকুতোভয়ে,
স্বদেশ ভুমি মুক্ত হবে,
স্বাধীনতার রাংগা প্রভাত,
স্বপ্ন আবার পুর্ণ হবে।

কত প্রাণ, কত স্বপ্ন,
কত রক্তের হোলী খেলায়,
লাল হলো এই স্বদেশভুমি,
কত যুবকের প্রাণ বিনিময়ে
স্বপ্ন এলো বিভক্ত হয়ে,
হিন্দু মুসলিমের দেশ হয়ে।

ভাগাভাগির স্বপ্ন আসে মিথ্যে
এক ভাবাদর্শে,
ভাষার উপর আঘাত আসে ,
রক্তে ভাসে পুর্ণ স্বদেশ।

আবার শুরু স্বপ্ন দেখা,
একজন মানুষ স্বপ্নগুলো,
জড়ো করে একই সুতোয়।
স্বপ্ননায়ক পথ দেখায়,
ডাক দিয়ে যায় মুক্ত হবার,
স্বপ্ন দেখা মানুষ আবার,
প্রাণ দেয় আর স্বজন হারায়।

বাড়ী ঘর, বসত ভিটা,
মা বোনের সম্ভ্রম হারায়।
নয়মাসের যুদ্ধ আর ত্যাগের ফলে,
দেশ টা আবার মুক্ত হলে,
ত্রিশ লাখের রক্তে ঋণ,
পুর্ণভুমি বাংলা স্বাধীন ।

4 thoughts on “স্বপ্ন দেখা, যুদ্ধ করা

  1. হেরে যাওয়ার কষ্ট বুকে নিয়ে জন্ম নেওয়া হাজার ছেলে,
    জন্ম নেয় ঘরে ঘরে, শপথ নিলো অকুতোভয়ে,
    স্বদেশ ভুমি মুক্ত হবে, স্বাধীনতার রাংগা প্রভাত,
    স্বপ্ন আবার পুর্ণ হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।