দ্রবণের প্রতিবেশী
নিশ্চয়ই পূর্বজনমে আমরা একই সমুদ্রে বসবাস করেছিলাম।
দ্রবণে ছিলাম তবে নোনাজল,
আর আমাদের প্রতিবেশী ছিল মনুষ্যপাথর সকল।
পাথরের ভিন্নচোখে দেখা হয়, যে ভবিষ্যত
মানুষের পদরেখা সে ছায়ায় একা হয়ে থাকে
কেউ পড়ে শিরোনাম, কেউ বসে মুখছবি আঁকে।
আমরা কি তবে সেই এঁকে রাখা জীবনের আলো
কালি আর রঙ মাখা- নগরের আদিম দর্শক
আঁকাবাঁকা নদীদের সহোদর- শাপলায় ডুবে থাকা বক।
সুন্দর কবিতা প্রিয় কবি দা।
শুভেচ্ছা জানবেন কবি ইলিয়াস ভাই।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
প্রিয় , আপনার লিখা সময় নিয়ে পড়ি আমি ।
আজ আবারও পড়লাম …..মুগ্ধতা রাখছি ।