অমলিন চাহনি
অবশিষ্ট কিছু পাইনি
বেলাশেষে গোলগাল ঠোঁটে পাওনা
অনুভূতি দৌড়ঝাঁপ করে
কোথায় যেন কে আছে
কে যেন এগোচ্ছিল তবু সে আসেনি!
আকাশের সাদা তলদেশে
পরিযায়ী ঘাসবনের বাদামি ধূসরে ঢুকে পড়ল
অনুভূতির ঘাড়গলা
ঠোঁটের পরে ঘিয়ে রঙের নাবিল হাসি;
একবারে নরম কায়দায় রুয়ে দিলাম
শুইয়ে দিলাম কাঁটানটের বৃক্ষপাতায় অমলিন চাহনি,
কালো প্রান্ত আসার পূর্বে, বেলাশেষে…
পাঁচটি পাখি উড়ে গেল
আমিও তেমন উড়ি আর আসি…
কবিতার প্রশংসা করতেই হয় কবি সুলতান দা। করলাম।
শুভ সকালের শুভেচ্ছা কবিদি
ছোট ছোট কথায় ব্যাপ্ত রূপের রূপায়ন। দারুণ কবি টিপু সুলতান ভাই। আজও মুগ্ধ হলাম।
প্রীতিময় শুভেচ্ছা প্রিয় কবিদা
পরিচ্ছন্ন কবিতায় শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়ে গেলাম প্রিয় কবি।
অবিরত শ্রদ্ধা প্রিয় স্যার
এভাবেই চলুক আপনার ক্ষুরধার কলমখানি।
শ্রদ্ধেয় কবি জানবেন শুভেচ্ছা সতত।
অজস্র ভালবাসা এবং শুভেচ্ছা প্রিয় কবি