ভোটের মোরগা
ভোটের সময় এলেই দেখি
প্রার্থীরা সব ট্যাগ করে
ভোটের পরে এরাই আবার
যখন তখন লাগ করে।
অমুক ভাই আর তমুক ভাই
বুকে জড়াই হ্যাগ করে
উল্টো রথে দেখলে পরে
গায়ে তাহার আগ ধরে।
ভোটের মোরগা ধরবে তেমন
মুত্ তে যেমন ছাগ ধরে।
পদ-পদবি চাকরি প্রজেক্ট
তারাই নেবে ভাগ করে।
অমুক ভাই আর তমুক ভাই
বুকে জড়াই হ্যাগ করে
উল্টো রথে দেখলে পরে
গায়ে তাহার আগ ধরে।
মজার লিখা
জানবেন শুভেচ্ছা সতত।
ভোটের মোরগা ধরবে তেমন
মুত্ তে যেমন ছাগ ধরে।
পদ-পদবি চাকরি প্রজেক্ট
তারাই নেবে ভাগ করে।
দারুণ কবি ভাই।
বাহ্।