গুচ্ছ কবিতা

১/
এড়িয়ে যেতে যেতে নেমে এসেছি পথ ছেড়ে পথের ধারে। সিনা ঘেঁষে ছুটে যায় দ্রুতগামী যানবাহন। দুরন্ত যুবক। ব্যস্ত পথিক। ইচ্ছেরা হাত পা গুটিয়ে নিয়েছে বহুকাল আগে। শীতল অন্তর্যামী, নিস্তেজ, ক্লান্তি আমার… । পালিয়ে পালিয়ে লুকিয়ে থাকি অসম্ভবের দিনে। অর্গল
টলে কষ্ট-ভারে, মন খারাপের গানে।…

২/
ভাব বিলাসে মগ্ন।লগ্ন ফুরায় রঙ্গো জৌলুসে। অতিথিরা যায়- আসে। গ্লাসে গ্লাসে রেখে যায় দীর্ঘশ্বাস। ভাসে মৃদুমন্দ হাওয়ায়, অনলক্রান্তি নিলয়ে, মধুর বরষায়। অঙ্গ বিহনে। প্রলয় মেশে সুড়ঙ্গ স্রোতে। মহুয়া লালসে। লুলুয়া বাতাসে। অঠাই গহ্বরে নিরন্তর হামাগুড়ি… তীব্র দহনে। তবুও জীর্ণ বীণায় এখনো বাজে সুর, শিহরণে রাগ ভৈবব। জানে না সে- যার জন্য
রোজ নক্ষত্রের আসর বসে, গায় মসনবি শ্লোক!…

৩/
আহ্‌… আহা…রে
কারে ডাকি বারে বারে… প্রেমের গরবীনে। কারে দেখাই পরাণের খরান , কোন নয়নে লুকাই লেলিহান শিখা, দুর্মদ নিনাদ! আহা…রে
খর্জূর পাঁজরে এ কোন সুরা ঝরে, জ্যোৎস্নার অভিসারে… ! রাধিকার আঁচলে কোন সুধা ঢল! কোন দ্বিধা বিশাখার মন করছে দখল! শীতের রাতে কিসে ধরে রাখি রসের ধারা- কোন কলসে? কোন বদনের কুসুম কুঞ্জ থইথই করে? আহা…রে
অন্ধ-চরাচরে দেখিনি কতটা পথ রয়েছে বাকি- কতটা দূরে রয়েছে সুবাসি মখমল!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “গুচ্ছ কবিতা

  1. অসাধারণ এই গুচ্ছ কবিতার স্বরূপ। ভালো লাগা রাখছি স্যার। অভিনন্দন আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চমৎকার আয়োজন কবি দাউদ ভাই। মুগ্ধ হলাম। আরও নিয়মিত হোক আপনার লিখা। প্রত্যাশা রাখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. অপার মুগ্ধতা প্রিয় কবি দা। দারুণ কনসেপ্ট দারুণ প্রেজেন্টেশন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।