জোড়াসাঁকো ঠাকুর বাড়ি

জোড়াসাঁকো ঠাকুর বাড়ি —কবিতাপাঠ

হেঁটে যাচ্ছে গলার মধ্যে কবিতাগুলি
হাততালি হীন নিরব কবিবৃন্দ
চোখে সায়েন্স আর্টস কমার্সের হিসাবনিকাস
কবি কবি উচ্ছলতা মারা গেছে সাজগোজের রক্ষনশীলতায়
হাসিমুখে র কালো কালো লাইন পড়তে পড়তে ঠোঁট চেপে যাচ্ছে—

“চাপান উতোর”
দমকা হাওয়ার আবেগটা “ভালো লাগার” পারদের উঠানামা কে বুঝতেই দিচ্ছে না—
তরুন কবিদের কি মন” থাকতে নেই?
জীবনানন্দ দাশ, জয় গোস্বামী, সুনীল গঙ্গোপাধ্যায় রাও কি তরুন” ছিলেন?
উনারাও প্রথম কবিতা পাঠে” হেসেছিলেন “সবুজহাসি”?
কেঁপে উঠেছিলেন কি প্রথমবারের মতো “রাজনীতি র কালো দাঁত দেখে?”
দর্শক হয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিলেন কি?
তাকিয়ে থাকতেন কি প্রথম চেয়ারে র দিকে হতাশ হয়ে?
হাওয়াদের” সংগে বারবার মনে মনে কথা বলতেন কি?
সুন্দর” প্রেমটার ব্রেক আপে কেঁদেছিলেন কি?

তরুন কবিদের কি মন থাকতে নেই?
মধ্যবিত্তদের কি “কবি” হতে নেই?

5 thoughts on “জোড়াসাঁকো ঠাকুর বাড়ি

  1. আপনার এমন স্বতন্ত্রধারার লিখা অসাধারণ মানের হয়। শুভেচ্ছা অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক সুন্দর হয়েছে কবি দিদি ভাই। সহস্র শুভেচ্ছা জানবেন।

  3.  

    তরুন কবিদের কি মন থাকতে নেই?
    মধ্যবিত্তদের কি “কবি” হতে নেই?       
    হায় ঈস্বর কবিতায় কী না হয়? 

     

     

    কবিতায় ভালো লাগা। নান্দনিক। 

  4.  

    "হেঁটে যাচ্ছে গলার মধ্যে কবিতাগুলি
    হাততালি হীন নিরব কবিবৃন্দ
    চোখে সায়েন্স আর্টস কমার্সের হিসাবনিকাস
    কবি কবি উচ্ছলতা মারা গেছে সাজগোজের রক্ষনশীলতায়…"

    অরুনিমাদি, 

    ভালো রকমের অন্যরকম কবিতায় দারুন রকমের ভালোলাগা জানিয়ে রাখলাম । প্রথম চার লাইনের মালিকানা কিন্তু ছারবোনা আমি । ওই লাইন কয়টা আমি যে কতবার ভেবেছি মনে মনে !কবিতা হয়ে উঠেনি কখনো । আপনার হয়েছে দারুন রকমের ।কবিতায় ভালোলাগা অনেক অনেক ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।