অভিশপ্ত হলে আগুন জ্বলে উঠবে

অভিশপ্ত হলে আগুন জ্বলে উঠবে

আমরা শীত দেখেছি রাশিয়ার
দেখেছি ইউরোপ – এমিরিকার

সেখানে ঋণাত্মক চল্লিশ ডিগ্রীর
শীতেও মানুষের আয়ু বেড়ে যায়

আর আমার বাংলাদেশে
এবং
আমাদের বাংলাদেশে
মাত্র ধনাত্মক সাত ডিগ্রীর শীতও
ডেকে নিয়ে আসে হাজার হাজার মৃত্যু

একটি কম্বল!
হ্যাঁ – শুধু একটি মাত্র কম্বলের অভাবে
মানুষের মৃত্যু হয় মাংগাময় সভ্যতায়

অথচ যদি যাকাতের হিসাব কষা হয়
তবে প্রতি বছর কয়েক অযুত কোটি হয়

এই সকল বিত্তবান
চিত্ত বিনোদন করতে যান
পঁচিশ হাজার টাকার নর্থফেস জ্যাকেটের জিপার টেনে
হ্যামার গাড়িতে হার্ড ড্রিংকসের বার এ
রঙিন দুনিয়ায় ব্যস্ত হন সিগারেট টেনে টেনে

ঠিক ঐ মুহূর্তে শীত যমদূত হয়ে হাজারো মানুষের প্রাণ বের করে আনে
বরফ-শীতল হাতে হ্যাঁচকা টানে টানে

তাই হে শীত!
হ্যাঁ – তোমাকেই বলছি

তুমি আমার বাংলাদেশে
এবং
আমাদের বাংলাদেশে
আর এসো না

যদিও বা আসো
তবে তুমি আমার বাংলাদেশে
এবং
আমাদের বাংলাদেশে
আশির্বাদ হয়ে যদি আসতে পারো
তবে তোমাকে স্বাগতম
কিন্তু অভিশপ্ত হয়ে আর আসতে পারবে না

আর যদি একটি বার অভিশপ্ত রূপে
আসবার দুঃসাহস দেখাও
উত্তর থেকে হিম শীতল
বরফ মেশানো ঠাণ্ডা বাতাস পাঠাও

তবে জেনে রেখো
হ্যামার- মার্সিডিজ – বিএমডব্লিউ – প্রাডো বা লেক্সাস
র‍্যাংলার -এডিডাস-নাইকি- রিবোক বা
নর্থফেস
সকল বার ও হার্ড ড্রিংকস এর কারখানা
এবং ঝাড়বাতির বিশাল অট্টালিকা সহ
পাখির পালকের সকল বিছানা

এবং সারা বাংলাদেশের সকল স্থানে
গনগনে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠবে

তোমাকে আমার বাংলাদেশে
এবং
আমাদের বাংলাদেশের
এক ইঞ্চি মৃত্তিকাতেও ঢুকতে দেয়া হবে না

দশমিক শূন্য শূন্য এক নটিক্যাল জলরাশি
এবং তারও ক্ষুদ্র এরোনটিক্যাল আকাশ সীমাতেও
আর প্রবেশে করতে দেয়া হবে না

4 thoughts on “অভিশপ্ত হলে আগুন জ্বলে উঠবে

  1. "আমাদের বাংলাদেশে
    আশির্বাদ হয়ে যদি আসতে পারো
    তবে তোমাকে স্বাগতম
    কিন্তু অভিশপ্ত হয়ে আর আসতে পারবে না

    … অভিশপ্ত হলে আগুন জ্বলে উঠবে।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

     

  2. আপনার চেতনার স্বতন্ত্রতা আমাকে মুগ্ধ করে কবি ইলহাম দা। শুভেচ্ছা অনেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আপনার অসাধারণ মেধা আর প্রজ্ঞার প্রতি জানাই সম্মান ইলহাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4.  

     

    বাহ ! প্রবল দেশপ্রেম থেকে এমন কবিতার জন্ম। 

    শুভেচ্ছা কবি ইলহাম। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।