৩ পাপ ১ সত্যঃ
ইদানীং মনে হচ্ছে অনেক কবি, অনেক কবিদের সাথে এবং সাহিত্যাঙ্গনের সাথে জড়িত অনেক ব্যক্তিত্বের সাথে এক অদৃশ্য প্রেমে জড়িয়ে যাচ্ছেন। অদৃশ্য প্রেম, এ জন্যই বলছি কারণ প্রযুক্তির অতি অগ্রগতির কারণে কোনও মাধ্যমেই সেই প্রেম নিবেদন করা সুরক্ষিত নয়। তাই কবিতা পোস্টের মাধ্যমেই প্রেম নিবেদন চলছে।
কিন্তু কে যে কার উদ্দেশ্যে প্রেম নিবেদন করছেন আর কে যে ভাবছেন আসলে কাকে নিবেদন করা হয়েছে তা বিভিন্ন কবিদের কবিতা পাঠের মাধ্যমে বোধগম্য খুব একটা সহজ ব্যপার নয়। আমি নিজেও ইদানীং এই অদৃশ্য প্রেমের স্বীকার। তার প্রমাণঃ
১) একজন তীরন্দাজ ও ব্যর্থ বিজ্ঞানী
২) একজন তীরন্দাজ ও যাদুকর
৩) অপ্রমাণিত ত্রিভুজ
প্রেমে পড়া বা প্রেমে ধরা দুটোই সৌভাগ্যের বিষয় মনে হয় আমার কাছে। এখানে দোষের কিছুই নেই। এটা স্বর্গীয় বিষয়। কেউ কারো প্রেমে পড়লে বা কারো প্রেম কাউকে ধরলে আমার কাছে মনে হয় এই পৃথিবীতে এই দুইজনের মতো সৌভাগ্যবান আর কেউ নেই।
@ প্রেমের সাথে দৈহিক সম্পর্ক জড়িত – এ সত্য কথাটি যিনি অস্বীকার করবেন তিনি আসলে দৈহিক সম্পর্কটাই বোঝেন – প্রেম বোঝেন না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রেমের দৈহিক সম্পর্ক আর দৈহিক সম্পর্কের নেশা – দুটো ভিন্ন জিনিস। নেশা ব্যাপারটি অবশ্যই ভয়ংকর।
এখন @ লেখাটি পড়ে আপনারা যারা আমার দিকে অদৃশ্য ভাবে বাঁকা চোখে তাকাচ্ছেন – তাদের উদ্দেশ্যে বলছি, অনুগ্রহ পূর্বক একটু চোখ সোজা করুন, আপনার আশেপাশে ঘটে যাওয়া প্রতিদিন এমন অসংখ্য ঘটনার শুধু একটি দিক আমি এখানে লিখেছি, হয়তো আপনার অনেক কাছের কেউ এমনটি করে যাচ্ছে – আপনার খবর নেই। তাই এবার বাঁকা চোখটি আপাতত ওদিকে রাখুন।
যাই হোক, যেটা বলছিলাম। প্রেম পবিত্র। প্রেমে পাপ নেই। এই পৃথিবীতে পাপ মাত্র তিনটা আর সত্য মাত্র একটাঃ
/তিন পাপ/
প্রথম পাপঃ
মানুষ ঠকানো বা মানুষের হক মেরে দেয়া।
*এই পাপ ক্ষমা করার ক্ষমতা স্রষ্টা তাঁর হাতে রাখেন নি।
দ্বিতীয় পাপঃ
স্রষ্টা ছাড়া আর কাউকে তাঁর সমকক্ষ মনে করা।
*আপনি যদি সেন্সর চিপস সমৃদ্ধ রোবট বানান সেই রোবট যদি আপনার দিকে রাইফেলের ট্রিগার চাপ দিতে চায় তাহলে স্বভাবতই আপনি তা মানবেন না।
তৃতীয় পাপঃ
আত্ন- হত্যা করা।
*এটা স্বয়ং স্রষ্টার স্ববিরোধী কাজ। তিনি নিজে এই কাজ কখনোই করবেন না তাই তাঁর স্ববিরোধী কাজকে তিনি ক্ষমা করবেন না।
/এক সত্য/
মৃত্যু।
*হ্যাঁ- মৃত্যু এই পৃথিবীতে একমাত্র সত্য। এটা কেউ ঠেকাতে পারবে না।
৩ পাপ ১ সত্যঃ
এটা আমার একান্তই ব্যক্তিগত বোধ এই পৃথিবীর প্রেক্ষাপটে, আপনার সাথে আমার বোধের পার্থক্য থাকতেই পারে।
*তাহলে স্রষ্টা?
তিনি ত্রিভুবনেই সত্য – শুধু এই পৃথিবীর জন্য নয়। আমি শুধু এই পৃথিবীর কথা বলছি।
*মানুষ?
আকাশ, বাতাস, গরু, ঘোড়া, আম, লিচু সব কিছুই যেমন সত্য সেই হিসেবে মানুষও সত্য। তবে সকল প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি সত্য মানুষ। সেই হিসেবে সবার উপরে মানুষ সত্য বলতে বুড়ু চন্ডিদাস মূলত প্রাণীদের মধ্যে সবার উপরে মানুষকে সত্য হিসেবে বুঝিয়েছেন। কিন্তু মুলত মানুষ চির সত্য নয়। মানুষ চির সত্য হলে, মানুষ মৃত্যুকে ঠেকিয়ে দিতে পারতো।
ভালো লাগলো , শুভকামনা থাকলো

সময়ের সত্য উচ্চারণ। অভিনন্দন মি. ইলহাম।
প্রেম পবিত্র। প্রেমে পাপ নেই। এই পৃথিবীতে পাপ মাত্র তিনটা আর সত্য মাত্র একটা। আপনার অনুধাবনের যুক্তি আছে বিশ্বাস করি। শুভেচ্ছা ইলহাম দা।
জটিল হলেও সরল সমীকরণ টেনেছেন কবি ইলহাম ভাই।
প্রিয় ব্লগার ইলহাম,
কঠিন উপলব্ধি সহজ করেই বলেছেন । গ্রেট !