জনমে জনমে জমা যে আলো

জনমে জনমে জমা যে আলো

প্রতিদিন আমি জন্ম নিতে থাকি তোমার
বুকের উত্তাপের ভেতর।
প্রতিরাতে যে নিশ্বাস আমি গ্রহণ করি,
তার উৎসে জমে থাকে তোমার উপাত্ত-
একদিন এই বাংলার ঘন শ্যামলে যে ছবি
আমি এঁকে রেখেছিলাম;
তোমার শিয়রেই খুঁজে পাই তার তৃণসূর্য-
আর বলি, কী অপূর্ব আলোয় আমায়
ঘিরে রেখেছ প্রভূ!

মানুষের জন্য – জীবনের প্রার্থনার চেয়ে
বড় কোনও প্রার্থনা নেই,
জীবনের জন্য – ভালোবাসার চেয়ে বড়
কোনও আরাধনা নেই,
সেকথা জেনেই আমি জমিয়েছি যে গোলাপ-
জনমে জনমে ফিরে এসে তা তোমার কাছেই
রেখে যেতে চাই, প্রিয়তমাষু…
প্রিয় জন্মভূমি,
প্রিয় আকাশ,
মুখোমুখি বসে সেরে নিতে চাই সকল যৌথ সংলাপ।

4 thoughts on “জনমে জনমে জমা যে আলো

মন্তব্য প্রধান বন্ধ আছে।