মৌবনী
কতবার ভেবেছি তুমি যদি মাঝি হয়ে
আমায় জলের বুকে ভাসিয়ে নিতে
দাঁড় বেয়ে বেয়ে চলে যেতে বহুদূর
আমি শাপলা পদ্ম তুলে নৌকায় রাখি
তুমি না হয় একটা মালা গড়ে দিও
কানপাশা খুলে ছোট্ট একরত্তি চুমু
তারপর নিয়ে যেও অচেনা এক পারে
যেখানে মৌবনী আলতা পা ধুয়ে যায়।
এবারে বর্ষায় নৌকো ভাসাতে ইচ্ছে করে
সেই কবে ছোটবেলায় কাগজের নৌকো
বানিয়ে নালার জলে ভাসিয়ে দিতাম,
কত দূর ভেসে আপন মনে চলে যেত,
আমার মনটাও অজানায় হারাতে চায়।
এক একটা প্রহর দেখতে দেখতে কেটে যায়,
নতুন পথ খুঁজি, কিন্তু সব পথই যেন এক !
নতুন পথ পাব না ভেবে বিমর্ষ হয়ে পড়ি।
"তুমি না হয় একটা মালা গড়ে দিও
কানপাশা খুলে ছোট্ট একরত্তি চুমু
তারপর নিয়ে যেও অচেনা এক পারে
যেখানে মৌবনী আলতা পা ধুয়ে যায়।"
ইন্দ্রানীদি,
অনেক মায়া জড়ানো কবিতা ! অনেক ভালোলাগা কবিতায় ।
অভিনন্দন কবি দিদি ভাই।
সুন্দর হয়েছে কবি বোন।