অল্প

অল্প

একদিন অনেক রাতে
তুই আর আমি,
হাতে হাত ছিল
চোখে চোখ
মনে মন রাখতে গিয়েই চোখ লবণ,
কিছু না বলা কথা ছিল
কিছু অনুভব
অনেকটা ভালোবাসা
আর বেশ খানিকটা নিস্তব্ধ রাতের প্রহর;

সুখ আর কতক্ষণের বল?
তারপর বিচ্ছিন্নতা
আর বাকি রাত দু:খ দু:খ অনুভব;

তুই, আমি
দিন, রাত
আর চাঁদ, সূর্য মিলেই
আমাদের ভালোবাসার গল্প,
কখনো দু:খ কখনো বেদনা
কখনো হাসি কখনো কান্না
অনেক অনেক ভালোবাসা,
আর সুখের সময়গুলো বড্ড অল্প।

3 thoughts on “অল্প

  1. "কখনো দু:খ কখনো বেদনা
    কখনো হাসি কখনো কান্না
    অনেক অনেক ভালোবাসা,
    আর সুখের সময়গুলো বড্ড অল্প।"

    সব কিছুতেই থাক প্রাণ; হোক না হয় অল্প অল্প। অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।