একমুঠো স্বপ্নকে ধরবো বলে সারাদিন,
স্বপ্নের পিছনে দৌড়াই,
ছুটে বেড়াই এদিক অথবা ওদিক,
স্বপ্নেরা এসে স্বপ্ন দেখায়,
ধরা দেবে, ধরা দেবে করেও
চলে যায় নাগালের অন্য পাড়ে,
পাশ কাটিয়ে চলে যায়,
এই সব সময় থেকে অন্য কোন সময়ে।
স্বপ্নের পিছনে এই ছুটে চলা,
তোমার পিছনে ছুটে চলার মতোই
বার বার পিছলে পিছলে যায়,
আমার প্রতিটা ক্ষন,
প্রতিটা দিন, প্রতিটা ইচ্ছে।
তুমি নামক আমার স্বপ্নটাকে ভালোবাসার আজন্ম মমতায় লালন করে যাই।
অধরা স্বপ্ন, অধরা প্রেমের মতোই
আমাকে ক্ষতবিক্ষত করে তুলে,
করে তুলে এক যন্ত্রমানব,
সময়ের এক ঘোরলাগা ঘুর্ণিপাকে
পাক খেতে খেতে চালিয়ে নিয়ে
যাই এই ব্যর্থ জীবন।
অধরা স্বপ্ন, অধরা প্রেমের মতোই … অনেককেই ক্ষতবিক্ষত করে।
কথা সত্য প্রিয় কবি মি. কাজী রাশেদ।
কবিতায় শুভেচ্ছা কবি দা।
অধরা স্বপ্ন, তোমারই নাম। বাহ্ …………..