প্রতিবিম্ব প্রতিবাদ

প্রতিবিম্ব প্রতিবাদ

কোন প্রতিবিম্ব তোমার মত হয়
কোন প্রতিবিম্ব আমার মত নয়
তোমার দেখা আয়নায় মুখ, তোমার
কপালের টিপ, সিঁথির সিঁদুর, কপোলের
অাবীর ছোঁয়া সব কিছু, খুব যত্ন নিয়ে তোমার;
নদীর পাড়ে ঝুঁকে দেখা প্রতিবিম্ব তাও তোমার।
শরীরের ডাকে বদলে যায় যে শরীরের রূপক রূপ
সেই রূপসী রূপ তোমার, তোমার থেকে ভূমিষ্ঠ হওয়া যা কিছু
তা তোমার আদলে তৈরী।

আমি শুধুই কারিগর, তৈরি কৃত সব কিছুর কারাগার বন্ধী কারিগর হয়েও সঠিক জানিনা ফসলের আসল মালিক কোন মহাজন, আমি জানিনা নদীর ঘাটের নৌকাখানি কোন দড়িতে বাঁধা, আমি জানি না সত্যি কোন অালিঙ্গনে কাউকে বদলে দেবার কোন ক্ষমতা আমার আছে কিনা কিংবা আকাশে উড়ে উড়ে যাওয়া পাখিটাকে ভালোবেসে নীচে নামাবার কোন শক্তি আমার আছে কিনা;

আমি শুধু জানি জলের উপর প্রতিবিম্ব সঠিক নয়, মনের উপর ছাপ ফেলে যাওয়া সঠিক নয়, ভালোবেসে বদলে দেয়া পৃথিবী সঠিক নয়, কুড়িয়ে পাওয়া সত্যিগুলো সঠিক নয়, আমি সঠিক নই, তুমি সঠিক নও আমাদের কোন কিছুই ততটা সঠিক নয়, কারন

সব প্রতিবিম্ব সব সময় সব কিছুই উল্টো তুলে ধরে।

8 thoughts on “প্রতিবিম্ব প্রতিবাদ

  1. অসাধারণ একটি লিখা উপহার দিয়েছেন খেয়ালী ভাই। অভিনন্দন জানাচ্ছি।

    আপনার অধিকাংশ লিখা আমি পড়েছি। প্রতিটি লিখাতেই আপনার সারল্য আমাকে মুগ্ধ করে। শুভেচ্ছা। :)

  2. "… আমি জানি না সত্যি কোন অালিঙ্গনে কাউকে বদলে দেবার কোন ক্ষমতা আমার আছে কিনা কিংবা আকাশে উড়ে উড়ে যাওয়া পাখিটাকে ভালোবেসে নীচে নামাবার কোন শক্তি আমার আছে কিনা ;

    সব প্রতিবিম্ব সব সময় সব কিছুই উল্টো তুলে ধরে।"

    চমৎকার আত্মবোধন প্রিয় বন্ধু মি. খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. সব প্রতিবিম্ব সব সময় সব কিছুই উল্টো তুলে ধরে।

    অসাধারণ এক সারমর্ম। এর পরে আর কি কোন কথা থাকে !! শুভেচ্ছা প্রিয় মন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. খেয়ালি মন,

    এতো খেয়ালি মনের কোনো কথা না, সত্যের উৎস খোঁজার উপলব্ধিতে ভরা কবিতা ! চমৎকার ! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।