গীতিকাব্য -পাগল মন
ও মন-রে চলে পাগলের দেশে যাই,
তুই ও পাগল,আমিও পাগল
চল দুজনে পাগল হয়ে যাই।।
পাগলে পাগলে জমে ভাব
এখানে পাগলের অভাব।।
পাগলের মনে ঘন্টি বাজে
সকাল সাঝে তারি আশে
যারে দেখলে হবে লাভ।।
মন চল পাগলের দেশে যাই।
পাগল বেশে খুঁজবো শেষে
মন তুই যারে চাস।।
আকারের মাঝে নিরাকার যে
সব পাগলের পাগল সে
অনুভবে দেয় আশ্বাস।।
মন চল পাগলের দেশে যাই।
গীতিকাব্য চমৎকার হয়েছে প্রিয় কবি সুজন হোসাইন। শুভ সকাল।
নিরন্তর কৃতজ্ঞতা জানবেন স্যার
দারুণ গীতিকাব্য প্রিয় কবি দা।
প্রেরণা পেলাম অনেক,,অশেষ কৃতজ্ঞতা জানবে,, ,
ও মন-রে চলে পাগলের দেশে যাই,
তুই ও পাগল,আমিও পাগল
চল দুজনে পাগল হয়ে যাই।।
অশেষ কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়,,
ভালো লাগা রেখে গেলাম

কৃতজ্ঞতা জানবেন প্রিয়