গীতিকাব্য -পাগল মন

গীতিকাব্য -পাগল মন

ও মন-রে চলে পাগলের দেশে যাই,
তুই ও পাগল,আমিও পাগল
চল দুজনে পাগল হয়ে যাই।।

পাগলে পাগলে জমে ভাব
এখানে পাগলের অভাব।।

পাগলের মনে ঘন্টি বাজে
সকাল সাঝে তারি আশে
যারে দেখলে হবে লাভ।।

মন চল পাগলের দেশে যাই।

পাগল বেশে খুঁজবো শেষে
মন তুই যারে চাস।।

আকারের মাঝে নিরাকার যে
সব পাগলের পাগল সে
অনুভবে দেয় আশ্বাস।।

মন চল পাগলের দেশে যাই।

8 thoughts on “গীতিকাব্য -পাগল মন

  1. গীতিকাব্য চমৎকার হয়েছে প্রিয় কবি সুজন হোসাইন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ও মন-রে চলে পাগলের দেশে যাই,
    তুই ও পাগল,আমিও পাগল
    চল দুজনে পাগল হয়ে যাই।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।