অসাধারণ কাব্য
চারণ কবি সানাই বাজায় লালনে দেয় বিয়ে
উলু খাগড়া ঢোলক বাজায় এক কবিতা নিয়ে
ঝাঁটিয়ে তাড়ায় লোক লস্কর পিটিয়ে তাড়ায় সুজন
লালন কবি মন দরদী ভেবো না তারে কুজন
শূন্য ঘরে ডাকে পিয়া আয়না তুই ভরতে হিয়া
লাইক না পেলি কি আসে যায় লাইক দিয়ে ভর হিয়া
ফেমাস আমায় হতেই হবে নই কো কবি নাব্য
তুই কি বুঝিস মহিমা আমার অসাধারণ এ কাব্য।
'শূন্য ঘরে ডাকে পিয়া আয়না তুই ভরতে হিয়া
লাইক না পেলি কি আসে যায় লাইক দিয়ে ভর হিয়া।'
সত্যই তো। আসলেই অসাধারণ কবিতা প্রিয় কবিবন্ধু।
অভিনন্দন প্রিয় কবি দি।
লাইক না পেলি কি আসে যায় লাইক দিয়ে ভর হিয়া। হাহাহা কবি বোন।