অতঃপর হে কবি

অতঃপর হে কবি

কবির বিরুদ্ধে কবি
মাঠের বিরুদ্ধে মাঠ
বিকেলের বিরুদ্ধে বিকেল
উদ্যানের বিরুদ্ধে উদ্যান
মার্চের বিরুদ্ধে মার্চ…..

অতঃপর হে কবি
আমরা জানি আপনি চাইলে আরও লিখতে পারতেন
কলমের বিরুদ্ধে কলম
মানুষের বিরুদ্ধে মানুষ
বাঙালীর বিরুদ্ধে বাঙালী

অতঃপর একদিন
নিজের বিরুদ্ধে নিজে!

9 thoughts on “অতঃপর হে কবি

  1. তিনি চাইলে আরও লিখতে পারতেন …
    কলমের বিরুদ্ধে কলম
    মানুষের বিরুদ্ধে মানুষ
    বাঙালীর বিরুদ্ধে বাঙালী।

    অতঃপর যাই থাক কবি'র সহজ হবে না নিজের বিরুদ্ধে নিজেকে দাঁড় করানো।
    প্রেক্ষিতে বাস্তবসম্মত একটি কবিতা। কবি'কে নিজের সমালোচনা আগে শিখতে হবে।

    1. কৃতজ্ঞতা প্রিয় বড় ভাই ।

      আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে আমরা সকল মানুষই জীবনের একটি অংশে নিজেদের বিরুদ্ধে নিজেরা দাড়াই।

      বিশেষ করে ৭০ এর পর আমরা যারা  কমবেশি  ৯০  বা তারও কিছু বেশি হায়াত পেয়ে যাই অথবা দুর্ভাগ্যবশত দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত যারা জেনে যান ৩ মাস, ৬ মাস বা সর্বোচ্চ ১ বছরের মধ্যে মৃত্যু নিশ্চিত উনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে হয়তো উনারা আমার সাথে একমত হয়ে উত্তর দিবেন " হ্যাঁ – আমরা আজ নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাড়িয়েছি এবং বিগত জীবনের পাপ কাজের জন্য সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করছি। 

      মানুষ হিসেবে আমরা ভুলের উর্ধ্বে নয়। তবে যারা বুঝেও অন্যায় অবিচার এবং মানুষের ক্ষতি করে তারা একটি পর্যায়ে নিজের বিরুদ্ধে নিজেই দাঁড়ায়।

      এখানে নিজের বিরুদ্ধে নিজে আসলে রূপক হিসেবে বিবেকের বিরুদ্ধে বিবেক – এটাই বলতে চেষ্টা করেছি।  হয়তো আমি ঠিক মতো উপস্থাপন করতে সক্ষম হইনি অথবা আমার এই বোধ সঠিক নাও হতে পারে। 

      আমি যা লিখি তা হয়তো   সঠিক হয় না কিন্তু লেখালিখির প্রতি  আমার  এই অদম্য আগ্রহ জাগ্রত করার পেছনে আপনার অনুপ্রেরণার ঋন আমি কখনো শোধ করতে পারবো না।       

      মহান স্রষ্টা  আপনার মনের সব ইচ্ছে পূরণ করুন।     এটা আমার একান্ত কাম।                                                                                                     

      1. অসাধারণ প্রত্যুত্তর। শুভেচ্ছা মি. ইলহাম। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অভিনন্দন প্রিয় কমরেড প্রিয় কবি ইলহাম ভাই। অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞতা প্রিয় কবি এবং আমার প্রিয় একজন মানুষ মিঃ সৌমিত্র চক্রবর্তী https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif       

      1. সম্ভাষণে আনন্দিত হলাম ইলহাম ভাই। অনেক ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

  3. অতঃপর আমরা সবাই যদি সত্য মানুষ হয়ে উঠতাম !! আমাদের নিজের বিষয়ে অনুশোচনা করতে পারতাম !!

    আমাদের সুশীল সমাজটাই বদলে যেতো। ভাল থাকুন কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. এই কবিতা সৃষ্টির যে উপলব্ধিরকথা বলেছে মুরুব্বীর মন্তব্যের উত্তরে সেটা অসাধারণ। কবিতা সুন্দর হয়েছে ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।