বিবর্তন
তবুও বাজিয়েই যাচ্ছ মৃত্যুঘন্টা
হাঘরে মানুষের ডাক
মাছিদের ঢেউ ভেঙ্গে ছুটে চলা নিরন্তর
ওপারে অপেক্ষায় জান্নাতি হুর
এপারে একটা বিষণ্ণ কাক
কর্ষিত ঠোঁটে ডাকছে
কা – কা – কা – কা
সিঁড়ি বেয়ে উঠছে স্মৃতির বালক
বিচিত্র সব নাচন – কোদন
শেষে জানা গেল
মৃত্যু একটা পটপরিবর্তনের নাম।
স্ট্রেইট এ্যাণ্ড স্ট্রেইট কনভারশেসন।
পরিচ্ছন্ন কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবি দা।
মৃত্যু একটা পটপরিবর্তনের নাম। আসলেই তাই কবি মি. মোকসেদুল ইসলাম।