বিবর্তন

বিবর্তন

তবুও বাজিয়েই যাচ্ছ মৃত্যুঘন্টা
হাঘরে মানুষের ডাক
মাছিদের ঢেউ ভেঙ্গে ছুটে চলা নিরন্তর
ওপারে অপেক্ষায় জান্নাতি হুর

এপারে একটা বিষণ্ণ কাক
কর্ষিত ঠোঁটে ডাকছে
কা – কা – কা – কা
সিঁড়ি বেয়ে উঠছে স্মৃতির বালক

বিচিত্র সব নাচন – কোদন
শেষে জানা গেল
মৃত্যু একটা পটপরিবর্তনের নাম।

3 thoughts on “বিবর্তন

  1. মৃত্যু একটা পটপরিবর্তনের নাম। আসলেই তাই কবি মি. মোকসেদুল ইসলাম। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।