আমি আর একটা রাত

তুই, আমি আর একটা রাত
মুখোমুখি বসে ছিলাম আমরা আর ছিল হাতে হাত

মনটা ছিল তরল
চোখ একটু ঘোলাটে বাষ্প বাষ্প
ঠোঁট আগানো ছিলো ঠোঁটে,

ঠোঁটে ঠোঁট রাখতেই চোখ বন্ধ হয়েছিল দুজনার;

চোখে চোখ রেখেছিলি কি?
কি জানি!
না তুই কিছু দেখছিলি
না আমি
শুধু শরীরে শরীর মিলেমিশে একাকার;

সে রাতটা ছিল নিঃসঙ্গ একা আর চারিদিক বড্ড আঁধার আঁধার,
তুই ছিলি চাঁদ
মন ছিল চাঁদনি
আর দুজনার ভালোবাসার হাহাকার;

কিছু কিছু রাত স্বপ্ন স্বপ্ন
কিছু কিছু রাত কল্পনা
অল্প কিছু রাত ভালোবাসা
কিছু কিছু রাতে তুই আমার
একটি দুটি রাতে আমি তোর
আর বছরের বাকি রাতগুলো অনুভবে একাকার;

থাকুক না একটি দুটি রাত স্বপ্ন হয়ে!
শুধু তোর আর আমার।

💕

3 thoughts on “আমি আর একটা রাত

  1. সে রাতটা ছিল নিঃসঙ্গ একা আর চারিদিক বড্ড আঁধার আঁধার,
    তুই ছিলি চাঁদ
    মন ছিল চাঁদনি
    আর দুজনার ভালোবাসার হাহাকার; https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অসাধারণ প্রিয় কবি প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।