পাঠক
তুমি যখন চরিত্রের অন্ত্যমিল খোঁজো
আমি তখন স্বাচ্ছন্দ্য শব্দের মহাসড়কে হাঁটি।
কবিতার মিথ, পরিমার্জিত উপমার কৈশোর রূপ
মুদ্রিত আদিমের স্থলে বৃক্ষ পাতার আঙ্গুল
পৌষের ছায়াঘন রোদ্দুর-কুয়াশার উপত্যকা-
খানিকটা সবুজ উদ্দ্যান পূর্ণাঙ্গ আলোকবর্তিকার
মত কমলা লেবুর রং, মজুদ অন্ধকার প্রকাশ্য পড়ি।
আমি তখন বারংবার ফিরে আসি অলস পাঠকে
বেমিল আঙ্গুলে শাদা-লু কালো চুলের বিলি কাটি-
এই ধর, ধবধবে মনে, ফুল আর শেওলা মেশানো
বেহুঁশ জলে; কিংবা ট্রেনের বগিতে জমাট বাঁধা
কোলাহলধ্বনি, নারী পুরুষ-ইঞ্জিনরুম,পালাক্রমে
যেখানে কবিতা এবং পৃথিবী একাকার, অদস্যু কবি!
চমৎকার কবিতা পড়লাম কবি দা।
একজন মুগ্ধ পাঠক হিসেবে নম্র ভালোবাসা জানাই টিপু সুলতান ভাই। আকর্ষনীয় কবিতা।
আপনার এমন পরিচ্ছন্ন সব কবিতা শব্দনীড় এর সম্মান বাড়ায়।
সত্যি খুব ভালো লাগলো। কবিকে শুভেচ্ছা।