ফিরে দেখা পথ

ফিরে দেখা পথ

তোমার পদচিহ্ন ধরে হেঁটে যাই সময়ের পথে
পৃথিবীর চারপাশ ঘুরে ফিরে আসি পুনরায় পরিচিত শস্যক্ষেতে;
তোমাকে আর পাওয়া হয়না, ক্লান্ত শরীর স্মৃতি গুলো নিয়ে পরে থাকে;
সমাধানের পথ গুলো সমাপ্ত হয় না তবু, বার বার ফিরে যায়
দিগন্তের ধূসর স্মৃতির পথে।
কল্পনার ছবি গুলো বেশ জীবন্ত হয়ে হেঁটে বেড়ায় আমার চারপাশে
সেই চরিত্র গুলো খুব উপভোগ করি;
তোমার শাসন,তোমার বকুনি
তোমার অভিমান,তোমার বেদনা
তোমার অশ্রু,তোমার অভিযোগ
তোমার ভালোবাসা, তোমার ফিরে চাওয়া
তোমার শূন্যতা, তোমার পূর্ণতা
তোমার শাড়ির আচল, তোমার কপালের টিপ
তোমার শব – তোমার সব কিছু চলমান চরিত্র হয়ে ফিরে আসে
তবু তোমার শেষ দিনের দান আমাকে একাকী করে চলে যায়
অচেনা গন্তব্যের পথে।
হে পথ তোমাকে খুঁজেছি বহুবার, হে পথ তোমাকে রচেছি বহুবার
হে পথ তোমাতে হেঁটেছি বহুদিন, হে পথ তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছি অবিরত
তবুও খুঁজে পাইনি তোমায়, তবুও ফিরে পাইনি তোমায়
তবুও জানতে পারিনি তোমায়, তবুও বুঝতে পারিনি তোমায়
তবুও পারিনি ছেড়ে যেতে ,তবু পারিনি ফিরে যেতে

আজো চোখ মেলে তাকালে দেখতে পাই ধূলো উড়া গেরুয়া পথে
জোনাক জ্বলা শাড়ির আঁচল।
সব কল্পনার শক্তি স্বপ্নকে পিছে ফেলে হেঁটে যায় বহুদূর
যেখানে সুখের সরোদ বাজে করুণ বিলাপে।

10 thoughts on “ফিরে দেখা পথ

  1. আপনার লিখায় অসাধারণ স্নিগ্ধতা এবং একাকীত্ব লক্ষ্য করি। কবি'র শাব্দিক প্রকাশ হিসেবে চমৎকার মানিয়ে যায়। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য মি. খেয়ালী মন।

  2. একদিন শেষ হবে পথচলা । এভাবে চলতে চলতে যেদিন এই ভবসংসারে মায়া ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হবো, সেদিন ।

    কবিতায় মুগ্ধতা রেখে গেলাম শ্রদ্ধেয় কবি।

  3. অসাধারণ কবিতা প্রিয় কবি মন দা। আপনাকে নিয়মিত দেখলে ভাল লাগে। :)

  4. আপনার এই কবিতার জন্য আপনাকে পাঁচ তারকা উপহার দিয়ে গেলাম খেয়ালী ভাই। সুন্দর একটি কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. প্রিয় খেয়ালি মন, 

    আজো চোখ মেলে তাকালে দেখতে পাই ধূলো উড়া গেরুয়া পথে
    জোনাক জ্বলা শাড়ির আঁচল।
    সব কল্পনার শক্তি স্বপ্নকে পিছে ফেলে হেঁটে যায় বহুদূর
    যেখানে সুখের সরোদ বাজে করুণ বিলাপে।

    এটাতো 'কুবিতা' (কু-কবিতা অর্থে) হতেই পারে না খুবই সুকবিতা । চমৎকার, চমৎকার ! আপনার আর নাজমুন আপার কবিতা ('কলঙ্কিনী রাধা' )পড়ে আমারওতো  একটা ভালোবাসার কবিতা লিখতে ইচ্ছে করছে আজ !

মন্তব্য প্রধান বন্ধ আছে।