ফাগুনের কবিতা

ফাগুনের কবিতা

নাটাই আমার হাতেই ছিলো
সুতাও ছিলো ভালো
মেঘের মাঝে ঘুড়িও ছিলো
আকাশ ছিলো কালো।

নাটিকাতে নায়ক ছিলো
গল্পও বেশ ভালো
জোড়ালো বেশ কথাও ছিলো
নায়িকা যে কালো।

নৌ ছিলো যে ময়ূরপঙ্খী
নোঙর ছিলো খোলা
নাইয়া ছিলো নিখাদ সুরের
বাদাম তবু তোলা।

ভালোবাসার দশ দিগন্ত
হাতের মুঠোয় ধরি
তোর কাছেতেই কোড়া কাগজ
প্রেমের হাতে খড়ি।

শঙ্কা করি ভূতের বাতাস
আসবে কি এই দিনে
তারিখ দিয়ে ভালোবাসা
নিলাম যখন কিনে।

3 thoughts on “ফাগুনের কবিতা

  1. নিঃসন্দেহে চমৎকার কবিতা। অভিনন্দন প্রিয় কবি মি. খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ফাগুনের কবিতা। একটু আগে ভাগে পড়ে নিতে পারায় মনের মধ্যে এক ধরণের ফাগুনের আনন্দ পাচ্ছি। কেমন আছেন প্রিয় মন দা ? :)

    আমি ভারতে থাকায় শব্দনীড়কে হেল্প করতে পারবো না। আপনি দেশে আছেন, মুরুব্বী দা'র কাছে শুনেছি একটি সময়ে আপনি শব্দনীড়কে হেল্প করেছেন। বিনীত অনুরোধ করবো শব্দনীড়ের পাশে নিয়মিত থাকুন। আমাদের শব্দনীড় আমাদের থাকুক।

মন্তব্য প্রধান বন্ধ আছে।