প্রচ্ছদ

প্রচ্ছদ

দিনান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমি ঘুমাই…….
তখনো কি আমি মানুষ?
নাকি আপাদমস্তক মানুষে মোড়ানো একজন ঘোড়া?

অনেক প্রশ্নের মতো এই প্রশ্নটিরও আমার কাছে কোনো জবাব নাই
এই যেমনঃ
শক্তি থাকলেই কি যে কাউকে চড় মারা যায়?
হাত থাকলেই পরস্ত্রীকে আদর করা করা যায়?
ক্ষমতা থাকলেই কি কারো অধিকার ভোগ করা যায়?
মুখ থাকলেই কি ধনুকের মতো মুখ বাঁকানো যায়?
ইত্যাদি… …. ইত্যাদি!!
অনেককিছুর মতো আজকাল ….
এসব প্রশ্নেরও আমার কাছে কোনো জবাব নাই!

আমি কেবল একলা আমার মতো……
তেলাপোকা, গিরগিটির মতো অন্ধকারে টিকে থাকতে চাই
আসন্ন বইমেলায় কোনো বইয়ের প্রচ্ছদ হওয়া থেকে নিজেকে বাঁচাতে চাই!!

6 thoughts on “প্রচ্ছদ

মন্তব্য প্রধান বন্ধ আছে।