স্বপ্ন দেখার ভুলে
জাতিগত বিদ্যা আর পরদেশে মন
জাতির জাতীয়তায় খুব প্রয়োজন
ভিনদেশে থাকে যারা জানে বোঝে সব
সভ্যতার মঝে খোঁজে নিজ দেশের শব
আসল বচন হলো জাত ধর্ম ভাই
অভ্যাসের সেই ধর্ম নিজে দেশে চাই
ভালোতে ভালো দেখে মন্দে মন্দ জন
দুরাশার আশা করে কারো কারো মন
যা পাই তাই সুখ ভিন্ন ধরন কথা
ভিন্নতার জন্য মন ছোটে যথাতথা
এখন মাতৃভূমি অনাচারে চরা
বোঝার আগে ছিলো ফলে ফুলে ভরা।
আজকের লিখাটি অনেকাংশেই আলাদা বলতে পারি খেয়ালী ভাই। অনেক সুন্দর।
মুগ্ধ হলাম প্রিয় মন দা। নিয়মিত লিখুন। আমাদের ভাল লাগবে।
"আসল বচন হলো জাত ধর্ম ভাই … অভ্যাসের সেই ধর্ম নিজে দেশে চাই
ভালোতে ভালো দেখে মন্দে মন্দ জন … দুরাশার আশা করে কারো কারো মন।"
ভালোতে ভালো দেখে মন্দে মন্দ জন
দুরাশার আশা করে কারো কারো মন
* কবির জন্য শুভ কামনা সবসময়…
দামি বিষয়বস্তু!
দারুণ ছন্দে লিখেছেন!