আঠারো বাঁকির তীর ছুঁয়ে
ইথার থেকে বেড়ীবাঁধে —-
কালের খেয়ায় ভেসে আঠারো বাঁকির তীর ছুঁয়ে
তোমার দীর্ঘ অপেক্ষার দূরত্ব ক্রমশই আমাকে কষ্ট দেয় তিল তিল করে—
প্রতিটি সকাল দুপুর,
পড়ন্ত বিকেলের ভাঁজে
দীর্ঘশ্বাসের দৌরাত্ম্য বেড়ে যায়
নিঃশব্দ রাত্রির বুকে।
কোথায় আছ, কোন সে সুদূরে
তুমি দূরে আছ বলেই—–
কষ্টের নীলাকাশটা বড় বেশী নির্বিকার,
আকাশ বুকে ভারী মেঘ জমেছে—-
অথচ বৃষ্টি হয় না
কতকাল,
কতবার তোমাকে বলেছি,
একবার তুমি এসো —
খোঁপার বাঁধন খুলে, রুমঝূম বৃষ্টি নামুক,
অভিমানী মন ধুয়ে যাবে
এক পশলা বৃষ্টিতে —-!
আমি নীলাকাশ দেখিনি,
তোমাকে দেখেছি অনুভবের তীক্ষ্ম দৃষ্টিতে —
আমি গভীর সমুদ্র দেখিনি, তোমাকে ছুঁয়েছি
দিগন্তের নীলিমায় তোমার জন্য…
প্রতিক্ষণ প্রতিটি মূহুর্ত এক ব্যাকুলতার সমুদ্র পাড়ি দিই —
আমার ভেতরে কেবলই গভীর শূন্যতার শিহরণ বাতাসের সাদা ঠোঁটে শীষ দিয়ে যায়।
30.01.2019
তোমার দীর্ঘ অপেক্ষার দূরত্ব ক্রমশই আমাকে কষ্ট দেয় তিল তিল করে—
প্রতিটি সকাল দুপুর,
পড়ন্ত বিকেলের ভাঁজে।
অনেক সুন্দর করে লিখেছেন দিদি ভাই। আপনার জন্য শুভেচ্ছা রাখি। আপনার শরীর এখন কেমন ?
রিয়া রিয়া: সুন্দর মন্তব্যের জন্য উৎসাহিত হলাম দি'ভাই।প্রীতিময় ভালবাসা সহ শুভেচ্ছা রইল। প্রিয় কবি বন্ধু রিয়া রিয়া।
হা, দি' ভাই এখন ভাল আছি।
কবিতা এবং আপনার জন্য সহস্র শুভেচ্ছা প্রিয় কবি হাসনাহেনা রানু।
মুরুব্বী: পাশে থাকার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ কবি বন্ধু। শুভ কামনা প্রতিনিয়ত … কবি বন্ধু মুরুব্বী ।
দারুণ আপনার কল্পশক্তি কবি বোন। মুগ্ধতা রাখছি।
সৌমিত্র চক্রবর্তী: সুন্দর মন্তব্যের জন্য অনুপ্রাণিত হলাম কবি বন্ধু। শুভেচ্ছা সহ অনেক অনেক ধন্যবাদ, দাদা সৌমিত্র চক্রবর্তী।
আমি নীলাকাশ দেখিনি,
তোমাকে দেখেছি অনুভবের তীক্ষ্ম দৃষ্টিতে —
আমি গভীর সমুদ্র দেখিনি, তোমাকে ছুঁয়েছি…
* সুন্দর প্রকাশ…
মুহাম্মদ দিলওয়ার হুসাইন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
"প্রতিক্ষণ প্রতিটি মূহুর্ত এক ব্যাকুলতার সমুদ্র পাড়ি দিই —
আমার ভেতরে কেবলই গভীর শূন্যতার শিহরণ বাতাসের সাদা ঠোঁটে শীষ দিয়ে যায়।"
–দারুণ ফিনিশিং!
ধন্যবাদ নতুন কবি বন্ধু মিড ডে ডেজারট: আমার ব্লগে আপনাকে স্বাগতম।
আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা নিরন্তর। শুভ কামনা রইলো।