আড়ষ্ট প্রতিবিপ্লব

আড়ষ্ট প্রতিবিপ্লব

হাটতে গেলে রাস্তা হারাই
ছুড়তে গেলে তীর
চাইতে গেলে অন্ধকার সব
পথ ভাঙ্গা চৌচির

ফুল গুলো সব কাঁটায় ভরা
ডানা ভাংগা পাখি
পানি বিহীন শুকনো নদী
তৃষ্ণা ভরা আঁখি
বৃষ্টি ছাড়া মেঘ গুলো সব
কোথায় উড়ে যায়
বুকের মাঝে ভীষন খড়া
করে যে হায় হায়

ডাল গুলো সব শুকনো গাছের
পাখির কোথায় ঘর
যুগল হতে যুদ্ধ করি
সেই না পাখি পর
স্বপ্ন ভয়ে রাত্রি জাগি
দিনের বেলায় ঘুম
দুঃস্বপ্ন পরশ করে
দেয় যে তাহার উম

লক্ষ্মী হতে অলক্ষ্মী হই
ভালো হতে মন্দ
নিজের ভিতর নিজকে নিয়ে
বেঁচে থাকার দ্বন্দ্ব।

___________________________________________
আগ্রাসনের শিকার নিরীহ শিশু বিষয়ক আন্তর্জাতিক দিবস এর কবিতা।

3 thoughts on “আড়ষ্ট প্রতিবিপ্লব

  1. আন্তর্জাতিক দিবস এর কবিতা হিসেবে অসাধারণ তো বটেই তবে এমনিতেও কবিতাটি যে কোন সময়ের জন্যও মানাতো বেশ। অভিনন্দন প্রিয় মন দা। আশা রাখি ভাল আছেন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।