রাত্রে ফিরে বাসায়
একটু ওমের আশায়
লেপ দিয়েছি মুড়ি-
হঠাৎ আসে ধেয়ে
আমার পাশে কে এ?
থুত্থুড়ি এক বুড়ি।
খুকখুকিয়ে কেশে
বলল হেসে শেষে
কথার কাঁপন তুলে-
ও ছড়াকার তুমি
দিচ্ছো কেন ঘুমই
পদ্য লেখা ভূলে?
অন্যঋতু নিয়ে
খুব করে তো ইয়ে
শব্দে ভরো খাতা-
আমার বেলায় তবে
এমন কেন হবে?
একটু ঘামাও মাথা।
আমার ঝোলা খুলি
দিচ্ছি পিঠে- পুলি
মিষ্টি খেঁজুর রসও-
সব্জি-শাকের আটি
দিচ্ছি সতেজ খাঁটি
হও না তবু বশও।
চড়ুইভাতির বাঁশি
ফুলের হাসা- হাসি
দিচ্ছি কত আরো-
নলেনগুড়ের ঘ্রাণে
ছন্দে তালে গানে
লিখতে কিছু পারো!
শীতের আমেজ মেখে
গা চাদরে ঢেকে
পায়েস খেতে খেতে-
চুকিৎকিতের সুরে
হৃদয় রসে পুরে
ছড়ায় ওঠো মেতে।
রাত পোহালো যেই
মা এনে দেন সেই
সামনে পিঠেপুলি-
শীতের অনু- রোধে
ভোরের সোনারোদে
ছড়ার খাতা খুলি।
শুভেচ্ছা প্রিয় কবি মি.শংকর দেবনাথ।
সুন্দর ছড়া পদ্য শংকর দা।
অভিনন্দন প্রিয় কবি শংকর দেবনাথ।