মাঘের পৃষ্ঠায় কবিতা মুড়ে

মাঘের পৃষ্ঠায় কবিতা মুড়ে

গণতান্ত্রিক নাম নেই
তো কি হয়েছে শান্তিমিশন !
সুনাম তো আছে জুড়ে।
সকালের কুয়াশা -রাতের হিমশীতল লতা-
শুধু কাজল ভুবনে গণতান্ত্রিক উষ্ণতা নেই;
থাকবেই বা কেমন করে-
সবার তো শীতলতা দেহমন !
দেখো –দেখো ঐ যে ভয়ে পালাচ্ছে বাঘ-
এই বুঝি গণতান্ত্রিকের আসলো মাঘ।
নাম নেই তো কি হয়েছে-
এবার আসবে ঘুরে উষ্ণতার সুনাম;
সবুজ কবিতার পৃষ্ঠা যাবে মুড়ে।

৩০ পৌষ ১৪২৫, ১৩জানু’১৯
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “মাঘের পৃষ্ঠায় কবিতা মুড়ে

  1. কবিতার প্রয়াস সুন্দর হয়েছে। অভিনন্দন মি. আলমগীর সরকার। শুভদিন।

    1. জ্বি মুরুব্বী দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———–https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. খুব খুশি হয়েছি আপনাকে নিয়মিত হতে দেখে। অভিনন্দন কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. এক্সট্রা অর্ডিনারী লিখা। আপনার লিখা মানে স্বাতন্ত্রতা কবি লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।