মাঘের পৃষ্ঠায় কবিতা মুড়ে
গণতান্ত্রিক নাম নেই
তো কি হয়েছে শান্তিমিশন !
সুনাম তো আছে জুড়ে।
সকালের কুয়াশা -রাতের হিমশীতল লতা-
শুধু কাজল ভুবনে গণতান্ত্রিক উষ্ণতা নেই;
থাকবেই বা কেমন করে-
সবার তো শীতলতা দেহমন !
দেখো –দেখো ঐ যে ভয়ে পালাচ্ছে বাঘ-
এই বুঝি গণতান্ত্রিকের আসলো মাঘ।
নাম নেই তো কি হয়েছে-
এবার আসবে ঘুরে উষ্ণতার সুনাম;
সবুজ কবিতার পৃষ্ঠা যাবে মুড়ে।
৩০ পৌষ ১৪২৫, ১৩জানু’১৯
————————————
কবিতার প্রয়াস সুন্দর হয়েছে। অভিনন্দন মি. আলমগীর সরকার। শুভদিন।
জ্বি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
খুব খুশি হয়েছি আপনাকে নিয়মিত হতে দেখে। অভিনন্দন কবিবাবু।
জ্বি রিয়া দিদি
ধন্যবাদ নিবেন
ভাল থাকুন——-
এক্সট্রা অর্ডিনারী লিখা। আপনার লিখা মানে স্বাতন্ত্রতা কবি লিটন ভাই।
জ্বি সৌমিত্র দা
ধন্যবাদ নিবেন
ভাল থাকুন—-