শিক্ষা এখন আস্তাকুঁড়ে
শিক্ষায়তন সব আজ মনুষ্যরূপী আস্তাকুঁড়,
জ্ঞানের ধারা চরণ তলে হয়ে রয়েছে উপুড়।
দ্বি হস্ত-পদ প্রাণ আজ সেজে আস্তাকুঁড়ে,
সমাজটাকে পঙ্গু করে শিক্ষাঙ্গনে উড়ে।
জন্তুরও ভয় এখন জঙ্গলে থাকার!
কারণ, পাল্টে গেছে মানবতার আকার।
বিদ্যা এখন বই এ লেখা,
অন্ধর কাছে খুলে দেখা,
আরও বিদ্যা মুখের বচন,
নামে মূর্খের জীবন মোচন।
শিক্ষাঙ্গন হল পুঁজিবাদর আস্তানা,
সমাজ বিষাক্ত করে হাতে লাগায় দাস্তানা।
বিদ্যা এখন বই এ লেখা, অন্ধর কাছে খুলে দেখা,
আরও বিদ্যা মুখের বচন, নামে মূর্খের জীবন মোচন।
খাঁটি কথা মি. কালাম হাবিব। শুভ সকাল।
আসলেই তাই কবি কালাম ভাই। শুভেচ্ছা নিন।
সহমত জ্ঞাপন করছি কবি দা।
অসংখ্য ধন্যবাদ!