অবৈধ সম্পদ


হাজারো নগন্য অতীব জঘন্য,
অবৈধ সম্পদে শ্রেষ্ঠ বরেণ্য।
তেমনি লাবণ্য নিষ্পাপ অনন্য,
বিকৃত চরিত্রে ঘৃণ্য সামান্য।

ক্ষুদ্র যন্ত্রণায় অথর্ব প্রস্তর,
বুক ভরা কষ্টে জ্বলমান অঙ্গার।
নক্ষত্র অগণিত শ্রেষ্ঠ সূর্য,
কল্যাণে আসেনা নয় সে প্রাচুর্য।

তৃষ্ণা মিটাতে চীৎকার ক্রন্দন,
অতি বৃষ্টিতে আসে মহাপ্লাবন।
বরফের স্তুপ প্রচন্ড ঠান্ডায়,
তখন অন্যত্র দাবানল জ্বলে যায়।

ফুটফাতে বাড়ন্ত শিশু হয় সম্রাট,
প্রাসাদে জন্মেও অনন্ত সংকট।
কেউ মহাচিন্তায় খুঁজে ফেরে স্বস্তি,
উঁচুতলায় অশ্রু সুখে হাসে বস্তি।

প্রতারণা দেয়নি কখনো প্রশান্তি,
সফলতা বয়ে আনে সততার ক্লান্তি।
দীক্ষায় শিষ্য হয়ে ওঠে ওস্তাদ,
কল্যাণে আসেনা অবৈধ সম্পদ।

6 thoughts on “অবৈধ সম্পদ

  1. 'ক্ষুদ্র যন্ত্রণায় অথর্ব প্রস্তর,
    বুক ভরা কষ্টে জ্বলমান অঙ্গার।
    নক্ষত্র অগণিত শ্রেষ্ঠ সূর্য,
    কল্যাণে আসেনা নয় সে প্রাচুর্য।' ___ চমৎকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।