তুই কি আমার বন্ধু হবি
তুই থাকিস নীল নগরে
আমি থাকি সাগর পারে
এখানে সন্ধ্যা মায়া কাড়ে
ওখানে পদ্ম জলে ভাসে
তোকে নিয়ে যাবো একদিন লালনের দেশে
ঘর বাড়ি ছেড়ে গাইবো গান ভিন্ন কোন বেশে
তোকে নিয়ে হারিয়ে যাবো, উদাসী বনের শেষে
মায়া ভরে তাকিয়ে থেকে কাটাবো হাজার কাল
তোর তরীতে ভাসাবো নাও, বাইবো অনন্ত কাল
তুই আমার সবটা নিলি
দেয়ার বেলায় শূন্য দিলি
তবুও আমি আপন মনে স্বপ্ন বুনি
তুই যে আমার স্বপ্ন কবি
তুই আমার ভোরের রবি
তুই কি আমার বন্ধু হবি
দিয়ে দেব হৃদয় নগর, সবি
তুই কি আমার বন্ধু হবি?
বল্ না তুই কি আমার বন্ধু হবি !!
বন্ধু হওয়া কঠিন
চমৎকার লেখেছেন কবি আপু
ধন্যবাদ কবি আলমগীর লিটন।
তুই কি আমার বন্ধু হবি
দিয়ে দেব হৃদয় নগর, সবি
তুই কি আমার বন্ধু হবি?
বল্ না তুই কি আমার বন্ধু হবি !!
দারুণ এই আকুলতা ভরা লিখা। অভিনন্দন কবি।
অনেক ধন্যবাদ আজাদ ভাই।
ভালো লাগার মতো কবিতা পড়লাম কবি বোন আফরিন।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
আপনার প্রতিটি লেখা আমাকে আবেগ তাড়িত করে। শুভেচ্ছা দিদি ভাই।
ধন্যবাদ রিয়া রিয়া বোন।
সুন্দর থীম
একটি গান মনে পরে গেলঃ
বন্ধুর পথে বন্ধু হয়ে হাতটা ধরেছিলে
মিথ্যে এ বাঁধনে আমার হয়েছিলে
আমি চাইনি এ সুখের সাজানো আসর
আমি চাইনা এ রঙের বাসর
অগোচরে এলে আমায় ভাসালে
আমি চাইনা এ ফুলের সাগর
বন্ধুর পথে বন্ধু হয়ে হাতটা ধরেছিলে
মিথ্যে এ বাঁধনে আশ্রয় দিয়েছিলে
আমি চাইনি এ সুখের সাজানো আসর
আমি চাইনা এ রঙের বাসর
অগোচরে এলে আমায় ভাসালে
আমি চাইনা এ ফুলের সাগর
তুমি সুপ্ত হয়েছিলে আমার এই প্রানে
তুমি স্বপ্ন হয়েছিলে আমার এ হৃদয়ে
কেন? কেন? তুমি এলে,সত্য হয়ে
তুমি এলে, কেন?
আমি চাইনি এ সুখের সাজানো আসর
আমি চাইনা এ রঙের বাসর
অগোচরে এলে আমায় ভাসালে
আমি চাইনা এ ফুলের সাগর♫
শুভেচ্ছা জানবেন!
ধন্যবাদ সেতুবন্ধন ভাই।