সম্পর্কের সু-ঘ্রাণ

সম্পর্কের সু-ঘ্রাণ

হ্যাটের সাথে সু-সম্পর্ক চামড়া,
চুল, দাঁত এমন কি মেঘফুরি কিছু
টেনে আনে নিঃশ্বাস- চোখ সে তো
ভাঙ্গা কাচের গ্লাস- এই দেখে,
এই অন্ধকার বিলাস- তারপর শুধু
মনুষ্যত্ব রজনীগন্ধার ঘ্রাণ!

তবুও কথায় জানি নর্দমার জলনদী
ভেসে যায় -কিছু করা যায় না আর
ঠোঁট ভেল্টি আফসোস করে হ্যাট-
অথচ ধূলি বালি সব দেহের ভাজ।
অতঃপর দুর্বাঘাস, ঘাসফুল স্পর্শে
বর্ণচয়নাকাশ নীলে মাসের পর মাস।

১৪ মাঘ ১৪২৫, ২৭ জানু’১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “সম্পর্কের সু-ঘ্রাণ

মন্তব্য প্রধান বন্ধ আছে।