আঁর বাড়ি নোয়াখালী

আঁর বাড়ি অইছে নোয়াখালী
আঁরে ব্যক্তে কয় নোয়াখাইল্লা,
চলি আইছি ঢাহা শহরত
হকেট মাইরে কইচ্ছে খাইল্লা।

না খাই ঘুরি হাগলের লাইন
হেডে ক্ষুধা হকটে নাই টেঁয়া,
খাওন চাইলে দেয় ঠেলা গুতা
ব্যক্তে করি হালায় মুখ বেঁয়া।

কোনাই যাইতাম কি কইত্তাম
চোয়ে মুয়ে দেই আইন্দাইর,
শেষমেশ ক্যান বুদ্ধি করি
কাঁন্দে ঝুলি লইছি ভিক্ষার।

মাতায় টুবি ভিক্ষার ঝুলি
ইয়ান অইছে আঁর সম্বল,
পার্কে ঘুমাই ইট মাতাত দি
গত্তরে দেই রিলিফের কম্বল।

___________________
আঁই নোয়াখাইল্লা নিতাই বাবু

এই লেখায় কাউকে ছোট করা হয়নি। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ছন্দ মিলিয়ে একটা কবিতা লিখেছি মাত্র। দয়া করে কেউ নিজের করে নিবেন না। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

7 thoughts on “আঁর বাড়ি নোয়াখালী

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য  ধন্যবাদ শ্রদ্ধেয় রিয়া দিদি। আশা করি ভালো থাকবেন।

  1. হাহাহা নিতাই বাবু। দারুণ লিখেছেন। পড়তে গিয়ে আনন্দ পেয়েছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    1. হাহাহাহা, শ্রদ্ধেয় সৌমিত্র দাদা এমনিতেই লিখলাম । কেউ যেন মন খারাপ না করে ।

  2. রূপক লিখাটি জানি কাউকে হার্ট করার জন্য নয়; তারপরও মাঝেসাঝে এমনটা লিখলে মন ভালো থাকে। অভিনন্দন মি. নিতাই বাবু। সময় ভালো কাটুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    1. আপনার মূল্যবান মন্তব্যে বরাবরেরমত এবারও অনুপ্রাণিত হলাম শ্রদ্ধেয় গুরুতুল্য কবি দাদা। আশা করি ভালো থাকবেন।

  3. আর কাচে দারুণ লাইগচে। এক্কেরে হাডাহাডি। চোমেতকার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।