আমি’কে চিনলে
ভাষা আমি বুঝি নি
মূল্য আমি খুঁজিনি,
এ সাড়ে তিন হাত
কীসের গড়া পাত,
যাতে চলে ‘আমি’
ওই যে মানব নামী।
অন্ধরা তা দেখে
ভাষা বলতে শেখে,
চোখের রাজারা
হয় ভাষা হারা।
‘আমি’ জিনিসটা,
কোন আদর্শে শিষ্টা,
তার প্রশ্ন তারা তুলে না,
আদর্শ পেছাতে ভুলে না।
বলি ‘আমি’-র দিকে দেখো,
শুদ্ধ ভাষা বলতে শেখো,
‘আমি’-কে চেনো,
মূল্য দিয়ে কেনো
আদর্শ, অপরূপ
শান্তির বৃহৎ স্তূপ।
‘আমাকে’ লক্ষ্য নয়,
‘আমিকে’ করো জয়,
‘আমি’তে দিলে নজর,
স্থান শান্তির ওপর!
‘আমি’ জিনিসটা,
কোন আদর্শে শিষ্টা,
তার প্রশ্ন তারা তুলে না,
আদর্শ পেছাতে ভুলে না। ___ সৎ পরামর্শ মি. কালাম হাবিব।
মুগ্ধ হলাম !!
নিজেকে চেনে বা জানে কয়জনা !! লিখাটি সুন্দর হয়েছে কবি কালাম ভাই।
মুগ্ধ হলাম
লেখায় শিক্ষণীয় বিষয়টি বেশ ষ্পষ্ট। শুভেচ্ছা জানবেন কবি দা।
মুগ্ধ হলাম!
অপূর্ব প্রকাশ! কবিকে ধন্যবাদ।
মুগ্ধ হলাম!