কল্পনার বিষবাষ্প

কল্পনার বিষবাষ্প

মুঠোফোন ছাপিয়ে যখন তোমার কণ্ঠের বৃষ্টি নামে,
মুগ্ধতা এসে হাঁটু গেড়ে বসে আমার পায়ের কাছে।
নিজেকে সম্রাজ্ঞীর আসনে বসিয়ে মনের মাধুরীতে অংকন করি-
স্বপ্নীল রাজপ্রাসাদ।
সেখানে তুমি হয়ে ওঠো মুকুটবিহীন রাজা,
তোমার ঘোড়াশালে ঘোড়া নেই ;
হাতি শালে হাতিও নেই,
তবু কী তীর্যক শব্দ ভাণ্ডার দ্বিগুন অশ্বগতিতে
নির্বিঘ্নে ছুটতে থাকে আমার অন্দরমহলে।

লোহার প্রাচীর মোড়ানো ঘরটায়
আলোকবর্তিকা আচমকাই নাচন তোলে,
আমি সেই উজ্জ্বলতার তীব্র বাণে নিহত হয়ে যাই।

6 thoughts on “কল্পনার বিষবাষ্প

  1. লোহার প্রাচীর মোড়ানো ঘরটায়
    আলোকবর্তিকা আচমকাই নাচন তোলে,
    আমি সেই উজ্জ্বলতার তীব্র বাণে নিহত হয়ে যাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কী তীর্যক শব্দ ভাণ্ডার দ্বিগুন অশ্বগতিতে
    নির্বিঘ্নে ছুটতে থাকে আমার অন্দরমহলে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    দারুন শুভকামনা

  3. লোহার প্রাচীর মোড়ানো ঘরটায়
    আলোকবর্তিকা আচমকাই নাচন তোলে,
    আমি সেই উজ্জ্বলতার তীব্র বাণে নিহত হয়ে যাই।

    – অসাধারণ অভিব্যক্তি । শুভকামনা …….   

  4. সেখানে তুমি হয়ে ওঠো মুকুটবিহীন রাজা,
    তোমার ঘোড়াশালে ঘোড়া নেই ;
    হাতি শালে হাতিও নেই,
    তবু কী তীর্যক শব্দ ভাণ্ডার দ্বিগুন অশ্বগতিতে
    নির্বিঘ্নে ছুটতে থাকে আমার অন্দরমহলে। অপুর্ব এক কবিতা,

    মনের মাঝে ভালো লাগার ছোঁয়া ।

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।