অধরা তাপসী
অধরা তাপসী, হে প্রিয়তমা আমার
দেখো ঐ অকূল প্রান্তর থেকে, ছুটে আসছে দুর্মার অন্ধকার; দেখো ঐ হিজলের বুকে বিঁধে আছে অপয়া বিষাদাগার, তপ্ত বিলাসী প্রজাপতির ডানা জোড়ার বর্ণাঢ্য কারুকাজে জমেছে ধুলোর আস্তরণ, বিস্মৃতির বিরহী সুর বাজে। অলীক অহংকারে দূর আকাশে মেঘের বনে ঠুমরীর গর্জন বজ্র হুংকারে শুনো আমার আর্ত চিৎকার! যে আকুতি ঘিরে কেঁদেছি বার বার, দেখো সেই ঘোরে ডুবে আছে সহস্র স্বপন তোমার -আমার। ক্রুদ্ধ স্মরে যে কথা বলে যাই, দুঃস্বপ্নের গহ্বরে তার প্রতিধ্বনি শুনতে পাই; এই সেই মিনতি বিগলিত অলকানন্দা হয়ে তোমার চরণে দিয়েছে আরতি; বৃন্তচ্যুতে যেই উত্তাপ তোমাকে বিস্ফোরণ করেছে টগবগে লাভার মতন, এই সেই শীতল দৃষ্টি; যেই চোখে পেতে পারো এক পশলা জীবন।
"অলীক অহংকারে দূর আকাশে মেঘের বনে …
ঠুমরীর গর্জন বজ্র হুংকারে শুনো আমার আর্ত চিৎকার!" __ চমৎকার স্যার।
সুন্দর একটি কবিতা পড়লাম। কবিকে ধন্যবাদ।