কিছুই দিলেনা

বাতাস দিয়েছে গতি আমাকে
আকাশ দিয়েছে সীমানা,
দিগন্তের ওপার হারিয়ে যেতে
কেউ করেনি মানা।

সাগর দিয়েছে বিশালতা আমায়
স্রোত দিয়েছে নদী,
চন্দ্র দিয়েছে জ্যোৎস্না বিলায়ে
আঁধার রাত্রি যদি।

সূর্য দিয়েছে দিনের আলো
রাত দিল নীরবতা,
সবুজ পাতারা বলেছে আমাকে
হৃদয়ের যত কথা।

বৃষ্টি শিখিয়েছে কাঁদতে আমায়
ফুল শেখালো হাসতে,
অগ্নিগিরি জ্বলতে শেখালো
শেখায়নি কেউ ভালবাসতে।

সবাই সবই দিলো আমাকে
ছুটছি তাঁদের পিছু,
একমাত্র তুমিই আমাকে
দিলেনা কোন কিছু।

8 thoughts on “কিছুই দিলেনা

    1. অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন।
      ভালো থাকবেন সবসময় প্রিয়জন।

  1. দারুণ লিখেছেন শ্রদ্ধেয় দাদা। আপনার কবিতা পড়ে বরাবরেরমত মুগ্ধ । কবিতায় ভালোবাসা রেখে গেলাম।

    1. অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন।
      ভালো থাকবেন সবসময় প্রিয়জন।

    1. অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন।
      ভালো থাকবেন সবসময় প্রিয়জন।

  2. বাতাস দিয়েছে গতি আমাকে
    আকাশ দিয়েছে সীমানা,
    দিগন্তের ওপার হারিয়ে যেতে
    কেউ করেনি মানা।

    অসাধারণ লিখেছেন কবি! আপনাকে অজস্র ধন্যবাদ।

    1. অনুপ্রানিত হলাম।

      কৃতজ্ঞতা জানাই। 

      অনেক ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।