রয়ে গেছে সব হৃদয়ে

রয়ে গেছে সব হৃদয়ে

রাত গভীর হলে স্মৃতির ডায়েরি মলাট খুলে
জোনাকির পাখনায় ছবি এঁকে যায় নীরবে,!
অবয়ব ঘিরে নোনা জল,
কানের পাশে মীনরৌদ্র মুখর
সেই জলের স্বর বাজে,!

দীপন্তি কতদিন হলো দেখি না তোমায় দুচোখে,
কুয়াশার বিছানায় হিম পরী ঘুমাই একা নির্জনে,!
ঘরের ভিতর বাহির পাহাড় চূড়া,
নিরন্তর মাঠ প্রান্তর-নীলকণ্ঠ পাখি
দুপুর বেলার আকাশে নীড় খুঁজে,!

ধূসর গাছের নিবিড় পাতায় শরীর মেলে পলকে
আকাশ ছুঁই নীলের পাহাড় নীলকমলিনী নীলে,!
তবুও রৌদ্র,তবুও সাগর,
তবুও সেই নীলকণ্ঠ পাখি ভোরের ডাক,
মাঠ প্রান্তর পাহাড় চূড়া,!
রয়ে গেছে সব,অমনোনিবেশে সুসময়ের মত হৃদয়ে,!

১৮/০১/১৯

3 thoughts on “রয়ে গেছে সব হৃদয়ে

মন্তব্য প্রধান বন্ধ আছে।