মাঘের গায়ে আগুন

মাঘের গায়ে আগুন

মাঘের ব্যথা পৌষের সুখ
বন বাঘ করে যায় হুশফুস-
পিঠা পলি রান্না ঘরের উসঘুস
উষ্ণতা মাঘের নাকে দীর্ঘফুস

ভাবনার নবান্ন রঙিন কম্বল
আর রাত পুহানোর মাঘের গল্প
তবুও আত্মীর দৌড়, কুয়াশার রাস্তা
কাছে বনবিড়ালের ফাগলুণ- অতঃপর
জ্বালুক না মাঘের গায়ে আগুন।

০৪ মাঘ ১৪২৫, ১৭ জানু’১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “মাঘের গায়ে আগুন

    1. জ্বি রাশেদ দা

      মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন—-

    1. জ্বি সাইদুর দা

      মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন—-

    1. জ্বি মুরুব্বী দা

      মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন—-

মন্তব্য প্রধান বন্ধ আছে।